ঢাকাসোমবার , ২৭ মার্চ ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দিতে পাওনা টাকা চাওয়ায় শিক্ষককে মারপিট

Developer Zone
মার্চ ২৭, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

বালিয়াকান্দি, রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আব্দুল কাদের ভূঁইয়া (৪৮) নামের এক সিনিয়র শিক্ষককে মারপিট করে আহত করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ সূক্রে জানাযায়, উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশি গ্রামের মৃতঃ আমির উদ্দিন ভূঁইয়ার ছেলে আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কাদের ভূঁইয়া পাশ্ববর্তী বকশিবাড়ী গ্রামের মাটি ব্যাবসায়ী মুক্তার হোসেনের নিকট ৩ লক্ষ টাকায় পুকুর খননের মাটি বিক্রির করে । মাটি কাটার মাঝামাঝি সময় সমুদয় টাকা পরিশোধ করার কথা থাকলে বিভিন্ন টালবাহানা করে বলে সম্পূর্ন মাটিকাটা শেষ হলে সমুদয় টাকা পরিশোধ করে দেবার কথা বলে। পরবর্তীতে গত ২৫ মার্চ সম্পূর্ন মাটি কাটা শেষ হলে ২৬ মার্চ বিকাল ৩ টার দিকে আব্দুল কাদের ভূঁইয়া মোটরসাইকেল নিয়ে যাবার পথে সোনাপুর বাজারের কুরুম মার্কেটের সামনে মোক্তার হোসেনকে দেখতে পেয়ে তার নিকট পাওনা টাকা চায়তে গেলে সে কাঠের বাটাম হাতে নিয়ে অতর্কিত ভাবে তার উপরে হামলা করে মারপিট করে লিলা ফোলা জখম করে। এবং পরবর্তীতে পাওনা টাকা চায়লে হত্যা করে ফেলবো বলে হুমকি দেয়। আহত শিক্ষক আব্দুল কাদের ভূঁইয়ার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। এঘটনায় বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শেয়ার করুন: