কৃষি

*আমতলীতে বৃষ্টিতে ভেসে গেছে তরমুজচাষিদের স্বপ্ন *

ডেস্ক রিপোর্ট

২৭ মার্চ ২০২৩ , ১০:৩১:০৯ প্রিন্ট সংস্করণ

 

আল- মামুন, আমতলী প্রতিনিধি।

বৃষ্টির পানিতে তরমুজ চাষিদের স্বপ্ন ভেসে গেছে। এতে আমতলী উপজেলার তরমুজ চাষিদের অন্তত এক হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন উপজেলা কৃষি বিভাগ। তরমুজ খেত পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। দিগুন লাভের আশায় তরমুজ চাষ করছিল কৃষকেরা এখন মূলধন নিয়ে দুশ্চিন্তায়।

আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ৬ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। প্রতি হেক্টর জমিতে তরমুজ চাষে এক লাখ চল্লিশ হাজার থেকে এক লাখ পন্চাশ হাজার টাকা ব্যয় হয়। ওই হিসাবে তরমুজ চাষে উপজেলায় অন্তত এক হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এ বছর তরমুজের বাম্পার ফলন হয়ছে কিন্তু চার দিনের বৃষ্টিতে কৃষককের স্বপ্ন ফিসে গিয়েছে। এক সপ্তাহের মধ্যে তরমুজ কাটা শুরু হবে। কিন্তু গত চার দিনের ভারি বর্ষণ ও শিলা বৃষ্টিতে খেত তলিয়ে গেছে সরেজমিন ঘুরে দেখা গেছে, কৃষকরা পানি নিষ্কাশনে কাজ করছেন। তারা খেতের বেড কেটে দিয়েছেন। কিন্তু পানি সরছে না। তরমুজ বিক্রি করতে হন্য হয়ে ক্রেতাম খুঁজছেন কিন্তু ক্রেতা নেই। সরেজমিনে কৃষকের সাথে কথা বলে জানা যায় সহায় সম্বল বন্ধক রেখে, ব্র্যাক আশা ব্যাংক থেকে ঋন নিয়ে তরমুজ চাষ করেছি। তা এখন পানিতে ভাসছে। আমাদের জীবনের সব অর্জন শেষ হয়ে যাচ্ছে। আমাদের পথে বসা ছাড়া উপায় নেই। কিভাবে ঋণ পরিশোধ করব তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content