আইন

ছাগলনাইয়া থানা পুলিশ এর অভিযানে ৫ কেজি গাঁজাসহ মিরসরাইয়ের যুবক আটক,

ডেস্ক রিপোর্ট

২৭ মার্চ ২০২৩ , ২:৩০:২৯ প্রিন্ট সংস্করণ

 চট্টগ্রাম প্রতিনিধি মোঃ শেখ ফরিদ, ছাগলনাইয়া থানা পুলিশ এর অভিযানে (৫ কেজি) গাঁজাসহ মিরসরাইয়ের যুবক গ্রেফতার, ২৪, ৩,২০২৩ শুক্রবার রাত সাড়ে ৭টা সময়, ছাগলনাইয়া জিরোপয়েন্ট অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে , ছাগলনাইয়া পূর্ব ছাগলনাইয়া তাকে সাকিনস্হ বিজিবি ক্যাম্প সড়কের দিঘির পূর্ব পাশে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য (গাঁজা ) নিয়ে আসিতেছে, উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া বিষয়টি উধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ, ২০,৩,২০২৩ ইংরেজি তারিখ সন্ধ্যা, ৭টা ১৫ মিনিট সময় ঘটনাস্থলে পৌছিলে, পুলিশের উপস্থিতি টের পাইয়া দুইজন ব্যক্তি তাদের হাতে থাকা ব্যাগসহ দৌড়াইয়া পারলোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্স এবং জব্দ তালিকায় বর্ণিত সাক্ষীদের সহায়তায় একজন আসামীকে ধরে পেলে, এসআই মোঃ আকতার হোসেন জানান সঙ্গীয় এএসআই সুলতানা মাহবুব, এএসআই আতাউর রহমান খাঁন, এএসআই নিজাম উদ্দীন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়, পরে ৫ কেজি গাঁজাসহ একজন কে গ্রেফতার করতে সক্ষম হয়, আরেকজন পালিয়ে যায়, আসামী ১ মোঃ রাকিব হোসেন, পিতা আবুল খায়ের ভুঁইয়া, মাতা শিরিন আক্তার, হাই ঠিকানা গ্রাম বাড়িয়াখালী নবী হাজী বাড়ি প্রঃ বলিবাড়ী ৮ নং ওয়ার্ড ৭ নং কাটাছরা ইউপি, ২ নং আসামী আব্দুর রহমান ( ২২ ) পিতা মৃত নিজাম উদ্দীন, স্থায়ী গ্রাম পশ্চিম বাড়িয়াখালী হোসেন হাজী বাড়ী, উপজেলা মিরসরাই থানা জোরারগঞ্জ জোলা চট্টগ্রাম, রাকিব হোসেনের বড় ভাই জানান আমি রাকিবের সঙ্গে ফেনী কোর্ট দেখা করি এসময় রাকিব কে আমি জিজ্ঞেস করলাম, ঘটনা সম্পর্কে রাকিব বলে রাহমান আমাকে বারইয়ারহাট যাবো চল গুরে আসি, পরে বারইয়ারহাট বাজারে যায়, তার পর আমাকে বলে চল উত্তর দিকে একজন বন্ধুর সঙ্গে দেখা করবো, এ কথা বলে আমাকে নিয়ে যায় পরে দেখি তারা গাড়িতে গাঁজা উঠায় তখন আমি বলেতেছি তোরা এগুলো কেন উঠাইলী তোরা আমাকে নামিয়ে দে কিন্তু তারা আমাকে গাড়ির মাঝখানে বসিয়ে গাঁজা গুলো নিয়েছেন, পরে তারা দুজন গাড়ি থেকে নামিয়ে পালিয়ে যায় তারপর আমাকে পুলিশ ধরে নিয়ে যায় সাথে গাড়িতে থাকা ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করে,

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content