২৭ মার্চ ২০২৩ , ২:২৭:৫০ প্রিন্ট সংস্করণ
মো: জাকারিয়া হোসেন, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
আজ ২৭/০৩/২০২৩ খ্রী: সোমবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বিশ্ব নাট্য দিবস পালিত হয়েছে।
বিশ্ব নাট্য দিবস উপলক্ষে শাহজাদপুরের ০৫ টি নাট্য সংগঠনের উদ্দোগে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে এ দিবসটি পালন করেছে শাহজাদপুরের নাট্যকর্মিরা। এ অনুষ্ঠানে শাহজাদপুর থিয়েটারের সভাপতি এ এ শহিদুল্লাহ বাবলু’র সভাপতিত্বে বিবর্তন নাট্য গোষ্ঠী’র সভাপতি কাজী শওকতের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, কবি মোঃ বাবুল আক্তার খান, মীর বাবুল হোসেন প্রমূখ।