২৭ মার্চ ২০২৩ , ২:২৬:১২ প্রিন্ট সংস্করণ
নগরকান্দা(ফরিদপুর)প্রতিনিধিঃ পবিত্র রমজান মাস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের নিয়ে ব্যতিক্রমধর্মী ইফতারের আয়োজন করে প্রসংশায় ভাসছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসন। গতকাল রবিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাইবালিয়া আশ্রয়ন প্রকল্পের প্রায় সাড়ে তিনশতাধিক উপকার ভোগীদের সঙ্গে নিয়ে ব্যতিক্রমী এ ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা প্রশাসন।
ব্যতিক্রমী এ আয়োজনটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, কাইচাইল ইউনিযন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান সহ আরো অনেকে।