২৬ মার্চ ২০২৩ , ১০:৫৪:১৯ প্রিন্ট সংস্করণ
কামরুল হাসান সুজন,
লাখাই-হবিগঞ্জ
নানা আয়োজনের মাধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৩ উদযাপন করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা দুপুর ২ টায় একাডেমি প্রাঙ্গণে লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর হবিগন্জ শাখার ব্যবস্থাপক মোঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সজন- সুশাসনের জন্য নাগরিক হবিগন্জ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার দুলাল। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন শিফা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রধান শিক্ষক জুবায়ের আহমেদ। আলোচনায় অংশ নেন বিশিষ্ট মুরুব্বি এনামূল হক, শিক্ষক কামরুল আহসান, সুজন দেব,ঝুমা চৌধুরী,অভিভাক সদস্য সাইফুল ইসলাম, নুরুল ইসলাম। ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে “আলোচনা সভা ও অভিভাবক সমাবেশে লাখাই উপজেলায় শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ সন্মাননা স্মারক প্রদান করেন সভার প্রধান অতিথি মোঃ নিজাম
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।