অন্যান্য

রক্তে রাঙ্গানো একুশ

ডেস্ক রিপোর্ট

২১ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:০৫:২৩ প্রিন্ট সংস্করণ

 

ইসমাইল আহমেদ সাগর

বাংলা ভাষা আমার মায়ের মুখের,
যে ভাষায় কথা বলা মুধুর সুখের।
এ ভাষার জন্য যাঁরা দিলো প্রাণ,
তাঁরা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান।

জগৎ জুড়িয়ে বিরল কীর্তি বেশ,
ভাষার জন্য প্রাণ দেয় বাংলাদেশ।
বাংলা মায়ের ভাষায় দামাল ছেলেরা,
সেদিন রাজপথে রক্ত দিয়ে ছিল তাঁরা।

রক্তে রাঙ্গানো রাজপথে বীর শহীদেরা,
বাংলা মা রক্ষা পেয়েছিল তাঁদের দ্বারা।
শহীদ হয়েছিল সেদিন সালাম বরকত,
২১শে ফেব্রুয়ারী সমাপর্নে হয় সাক্ষাত।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content