ঢাকারবিবার , ২৬ মার্চ ২০২৩
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সারা বাংলাদেশের ন্যায় জয়পুরহাট জেলাতেও পালিত হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৩।

Developer Zone
মার্চ ২৬, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

 

মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলা সদর উপজেলা সহ সকল উপজেলয় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে ৫২তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা রকম কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।

দিবসটি উপলক্ষে আজ রবিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের কর্মসূচি।

এরপর সকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন নেতাকর্মীদের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর গুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতি পুস্পস্তবক অর্পন, সকাল ৬টা ৩০ ঘটিকায় বধ্যভূমি, গণকবরসমূহে পুস্পস্তবক, শহীদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল করিম এঁর স্মৃতিস্তম্ভে পুস্মমাল্য অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামানা করে দোয়া করা হয়েছে।
এরপর একে একে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিন সকাল ৮ টায় সারাদেশের মতো জয়পুরহাট জেলা সদর উপজেলা সহ সকল উপজেলায় গাওয়া হয় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিশু কিশোরদের শরীর চর্চা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার , পৌর মেয়র , উপজেলা আওয়ামীলীগ কর্মীগণ , বীর মুক্তিযোদ্ধাগণ ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ প্রমুখ।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের নিয়ে হাড়িভাংগা, দৌড় ও অন্যান্য প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, জাতির শান্তি, সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ মন্দির ও অন্যান্য উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে মোনাজাত এবং প্রার্থনা, বিকলে আলোচনা সভা ও সাংস্কুতিক অনুষ্ঠান, আলোকসজ্জ্বসা।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।