২৬ মার্চ ২০২৩ , ৮:৩৩:১৫ প্রিন্ট সংস্করণ
বিজয় কর রতন, ষ্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মিঠামইন উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।রাষ্ট্রপতি মো:আবদুল হামিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইব্রাহিম মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন থানার ওসি কলিন্দ্রনাথ গোলদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:আবদুল্লাহ আল সাফী,সহকারী কমিশনার ভূমি মো:আবদুল কাইয়ুম খান,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাফিউল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো:শহীদুল্লাহ্, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমেদ সিদ্দিকী সহ মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য গণ উপস্থিত ছিলেন। এর পূর্বে সকালে কেন্দ্রীয় শহীদ বেদীতে প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পৃথক পৃথক ব্যানারে শ্রদ্ধা নিবেদন করেন।উপজেলা পরিষদের ক্লাব প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে সালাম গ্রহণ শেষে বিভিন্ন বিদ্যালয়ের ছাএছাএীদের শরীরচর্চা প্রদর্শন উপভোগ করেন কর্মকর্তা গণ।এসময় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্হানীয় আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণবের উদ্যোগে দলীয় নেতৃ বৃন্দদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেন।