অন্যান্য

সাগরের শিক্ষা

ডেস্ক রিপোর্ট

২১ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:০৪:৪৭ প্রিন্ট সংস্করণ

বিভীষণ মিত্র

সাগরের বালুচর
চিকচিক করে,
পাখি সব গায় গান
মধুর সুরে।
ঝিনুকেরা কুলে এসে বেড়ায় ঘুরে।

শতো শতো জলরাশি
বুকে নেয় হেসে,
সূর্যমামা ডুবে যায়
দিনের শেষে।
ধৈর্যের শিক্ষা পাই সাগরের কাছে।

সকল ঝঞ্ঝা ঝঞ্ঝাট
তুলে নেয় কাছে,
রাখে সব নদ নদী
বুকের পাশে।
উদারতার শিক্ষা পাই সাগরের কাছে।

সর্বজনের দুঃখ কথা
কান পেতে শুনে,
জোয়ার ভাটায় সে
শতো প্রহর গুনে।
বিশালতার শিক্ষা পাই সাগরের মনে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content