দেশজুড়ে

আলোচনা সভা ও ইফতার পার্টি স্হান দেউপুর উচ্চ বিদ্যালয় মাঠ

ডেস্ক রিপোর্ট

২৬ মার্চ ২০২৩ , ৮:২০:১৬ প্রিন্ট সংস্করণ

 

মোঃ শাহ্ আলম তালুকদার
দেউপুর, কালিহাতী, টাংগাইল

২৬ মার্চ ২০২৩ উপলক্ষে কালিহাতি জাতীয় পার্টির উদ্যোগে, আলোচনা সভা ও ইফতার পার্টি


প্রধান অতিথি : জনাব মশিউর রহমান রাঙা এমপি । মাননীয় বিরোধী দলীয় চীফহুইপ ও যুগ্ম আহবায়ক, জাতীয় পার্টি সম্মেলন প্রস্তত কমিটি।
প্রধান বক্তৃতা : জনাব নুরুল ইসলাম নুরু
আহ্বায়ক জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুত কমিটি ,
প্রধান আলোচক, জনাব ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলী, আহবায়ক টাংগাইল জেলা জাতীয় পার্টি।
বিশেষ অতিথি : মোঃ আজিজুর রহমান তালুকদার, সদস্য সচিব টাংগাইল জেলা জাতীয় পার্টি।
খন্দকার মোঃ আজহারুল ইসলাম, যুগ্ম আহবায়ক টাংগাইল জেলা জাতীয় পার্টি।
মোঃ সাইমন আহমেদ বিপ্লব, আহবায়ক
টাংগাইল সদর উপজেলা জাতীয় পার্টি।
মোঃ রহিম বাদশা মোল্লা, সদস্য সচিব কালিহাতী উপজেলা জাতীয় পার্টি।
সভাপতিত্ব করেন:
মোঃ রমজান আলী, আহবায়ক কালিহাতী উপজেলা জাতীয় পার্টি।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content