দেশজুড়ে

স্বাধীনতা দিবসে বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের বিশেষ আলোচনা

ডেস্ক রিপোর্ট

২৬ মার্চ ২০২৩ , ৩:৪৩:০৪ প্রিন্ট সংস্করণ

 

কৌশিক দাশ
বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সাংবাদিক ফোরাম এর আয়োজনে “মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও স্বাধীনতার ঘোষণা” শীর্ষক অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬মার্চ (রবিবার) বেলা ১১ ঘটিকা নাগাদ উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধ চলাকালীন পরিস্থিতি, মুক্তিযুদ্ধ শুরুর ইতিহাস, স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার মাস এবং তৎকালীন মার্চ মাসের মুক্তিযুদ্ধের পরিস্থিতি সম্পর্কে বিস্তর আলোচনা হয় উক্ত অনুষ্ঠানে।

উক্ত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাঙালি জাতির বীর সন্তান নয় নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু হুসাইন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি, সহকারী অধ্যাপক, ড. মোঃ আবু সালেহ, জীব প্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের প্রভাষক মোঃ ইমদাদুল হক শরীফ সোহাগ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক হৃদয় সরকার।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধের ইতিহাস, যুদ্ধ সূচনা, যুদ্ধ পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি, যুদ্ধ পরবর্তী বিধ্বস্ত বাংলাদেশে রাজনীতির অবস্থা, ছাত্র রাজনীতি ও তৎকালীন ছাত্র রাজনীতির সাথে বর্তমান ছাত্র রাজনীতির তুলনামূলক আলোচনা করেছেন।

দীর্ঘ প্রায় দুই ঘন্টা আলোচনা শেষে বক্তারা সাংবাদিক ফোরাম এর উদ্দেশ্যে শুভকামনা জানায়। বক্তারা বিশেষ দিবস ও জাতীয় দিবসগুলোতে সাংবাদিক ফোরামের এরকম বিশেষ আয়োজন পরবর্তীতে বজায় রাখার জন্য আহ্বান জানায় এবং সাংবাদিক ফোরামের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

ভুয়া ডাক্তার জোহরা আক্তারের ডায়গনস্টিক সেন্টার সীলগালা

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ

গোপালগঞ্জের মুকসুদপুরে কথা বলছে’ গাছ

মাদক ব্যবসায়ী গ্রেফতার

মতিয়ার রহমানকে মন্ত্রী বানানো দাবীতে চেম্বার অব কমার্সের সংবাদ সম্মেলন।ৎ

পাইকগাছায় মহিলা মাছ ব্যবসায়ীকে পিটিয়ে আহত মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) খুলনার পাইকগাছায় দীর্ঘদিনের দাদনের টাকা ফেরত চাওয়ার অপরাধে মিতা রাণী মন্ডল (৩০) মহিলা চিংড়ী ব্যবসায়ীকে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার দক্ষিণ কাইনমুখী গ্রামে ঘটনাটি ঘটেছে। মিতা মন্ডল স্থানীয় ঘের মালিক পরিমল সর্দারেরকে ঘেরের মাছ মিতা রানীর কাছে বিক্রয় করবে মর্মে ২৫ বছর আগে ৫০ হাজার টাকা দাদন দেন। এদিকে মাছ বা টাকা বারবার তাকাদা দিলেও পাওনা টাকা ফেরৎ দিতে নানা তালবাহানা করে আসছে পরিমল।ঘটনার দিন মিতা রানী চিংড়ী মাছ কিনে বাড়ি ফেরার পথে তার বাড়ীতে তাকাদা দিতে গেলে পরিমলের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাকে ইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং এবং প্রাণনাশের হুমকি দেয়। মিতা রানী পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন।এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে। পাইকগাছা থানার ডিউটি অফিসার ব্রজ কিশোর পাল জানান,অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে পরিমল বলেন,এধরণের কোন ঘটনা ঘটেনি। সে আমার কাছে ৭৫০২ টাকা পাবে। আমার নামে মিথ্যা অভিযোগ করছে।