দেশজুড়ে

বিশ্বম্ভরপুরে গণহত্যা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

২৬ মার্চ ২০২৩ , ৩:৩৮:৫১ প্রিন্ট সংস্করণ

 

শফিউল আলম,(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে গণহত্যা দিবস উপলক্ষে উপজেলার রাজাপাড়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে।২৫ মার্চ শনিবার সকালে নানা কর্সূমচির আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ’র অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা তাজ্জত আলী খান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমেদ মানিক প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের মার্চ মাসে মজলুম জনতার নায্য অধিকার আদায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চলমান আন্দোলন প্রতিহত করতে ইয়াহিয়া-ভুট্টোর নীল নকশায় ২৫ মার্চ কালোরাতে বাঙ্গালী নিরস্ত্র মানুষের ওপর ঝাপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। নির্মমভাবে হত্যা করে শত শত নিরস্ত্র মানুষকে।এদিকে মধ্যরাতের পর ২৬ মার্চের প্রথম প্রহরেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন, যা তৎকালীন ইপিআর ট্রান্সমিটারের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ে। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে সাধারণ জনতা। দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রাম শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় বাঙ্গালী জাতীর চূড়ান্ত বিজয়।বক্তারা আরও বলেন, ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় জাতীয় সংসদে এবং ২০১৭ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। গণহত্যা দিবস পালন বাংলাদেশের মুক্তি সংগ্রামে নিহত ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের স্বীকৃতির পাশাপাশি পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার বিরুদ্ধে চরম প্রতিবাদের প্রতীক।এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধো ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অস্ত্র ব্যবসায়ী আটক ১

ঈদগাঁওতে নৌকার সমর্থনে যুবলীগের উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত এম আবু হেনা সাগর,ঈদগাঁও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর-রামু ও ঈদগাঁও (৩) আসনের নৌকা মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইমুম সরোয়ার কমলকে বিজয়ী করার লক্ষ্যে ঈদগাঁওতে যুবলীগের উদ্যোগে পথ সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৮শে ডিসেম্বর বিকেল হয়ে সন্ধ্যা পর্যন্ত ঈদগাঁও বাজার ও স্টেশন এলাকায় লিফলেট বিতরণসহ পথসভার আয়োজন করলো প্রস্তাবিত ঈদগাঁও উপজেলা যুবলীগ। কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক রিকোর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, আইন বিষয়ক উপ-কমিটির সদস্য নাসরিন সিদ্দিকা লিনা,কেন্দ্রীয় যুবলীগের সদস্য গিয়াস উদ্দিন আজম,সাবেক ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ জয়,সাবেক জেলা যুবলীগের নেতা জাহিদ ইফতেখার, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন সাম ও নাছির উদ্দীন। এতে উপস্থিত ছিলেন,যুবনেতা ওসমান আলী মোরশেদ,আবছার কামাল,অহিদুর রহমান ইত্তেহাদ,হাসান তারেক,শাহেদ কামাল,দিদারুল ইসলাম ও নুরুল হুদাসহ তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। নেতৃবৃন্দরা বক্তব্যে, আগামী ৭ জানুয়ারী জাতীয় নির্বাচনে তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে নৌকাকে বিজয় করার আহবান জানানো হয়।

দিনভর ওঠেনি খানসামায় বিভিন্ন দপ্তরে জাতীয় পতাকা

সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ভাষা শহীদের প্রতি ফুলের শ্রদ্ধা

ঠাকুরগাঁওয়ে সাতদিনেই ১১৬টি মোটরসাইকেল মামলা!