অপরাধ

যাত্রী সেজে অটোরিকশার ছিনতাই।

ডেস্ক রিপোর্ট

২৬ মার্চ ২০২৩ , ৩:১৯:৪১ প্রিন্ট সংস্করণ

 

নান্দাইল থেকে: সারোয়ার জাহান রাজিব।
বাকচান্দা বাজারের দক্ষিণে ছাবালি চড় এলাকা থেকে কাইয়ুম নামের এক ব্যাটারি চালিত অটোরিকশার চালক কে উদ্ধার করেছে স্থানীয় জনতা।
বিশ্বস্ত সূত্রে জানা যায়,
আজ শুক্রবার রাত ৮.৩০ টার সময় ময়মনসিংহ, নান্দাইল উপজেলার বাকচান্দা বাজারের দক্ষিণে ছাবালি চড় এলাকা থেকে হোসেনপুর থানাধীন পুন্দী ইউপির নরেন্দ্র এলাকার মৃত আছর উদ্দিন ছেলে কাইয়ুম নামের অটোরিকশার চালক কে উদ্ধার করে।
ভিক্টিমের পারিবারিক সুত্রে জানাযায়, কাইয়ুম
কিশোরগঞ্জের হোসেনপুর থানাধীন পুন্দী ইউপির নরেন্দ্র বাজার থেকে তিন যাত্রী কে নিয়ে নান্দাইল উপজেলার বাকচান্দা আসার পরই তাকে পিছন থেকে আক্রমণ করে রাস্তায় ফেলে দিল কাইয়ুমের নিজ ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার করে ও পরিবারের লোকজন কাছে হস্তান্তর করে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content