২৫ মার্চ ২০২৩ , ৫:৩৩:৩৬ প্রিন্ট সংস্করণ
মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও পৌরসভায় “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুর্যাল” উদ্বোধন করা হয়।
শনিবার(২৫ মার্চ) পৌরসভা চত্বরে ফিতা কেটে মুর্যালের উদ্বোধন করেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, পৌরসভার কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিব উজ জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন, সহকারী প্রকৌশলী মো: সোহেল, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদরসহ ৪০ জন বীর মুক্তিযোদ্ধা এবং পৌরসভার বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীগণ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর পরই বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। উল্লেখ্য, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুর্যাল” ঠাকুরগাঁও পৌরসভার বাস্তবায়নে নির্মিত হয়।