২৫ মার্চ ২০২৩ , ৩:৪৮:১৮ প্রিন্ট সংস্করণ
শফিউল আলম,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর
ইউনিয়নের সাতগাঁও এলাকার অনন্তপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আকবর আলী ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) ২৪ মার্চ দিবাগত রাতে নিজ বাড়িতে তিনি বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৫ মার্চ ২রা রমযান বেলা ১১ টায় গ্রামের কবরস্থান সংলগ্ন মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। পরিবার ও এলাকাাসী সূত্রে জানা যায় একশত দশ বছর বয়সে তাঁর (১১০) ইন্তেকাল হয়। জানাযা শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ কন্যা, নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর ইন্তেকাল গ্রাম ও এলাকাবাসীসহ বিভিন্ন মহলের মানুষ শোক প্রকাশ করে মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।