২১ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:০১:০৮ প্রিন্ট সংস্করণ
সাইদুজ্জামান ভুইয়া, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
আজ (২১ ফেব্রুয়ারী) সকাল ৭ টায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাধীন হায়দরাবাদ হাজী ইয়াকুব আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি ও র্যালি অনুষ্ঠিত হয়।
এতে ভাষা শহীদদের স্মরনে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মাইনউদ্দিন আহম্মেদ ও সহকারী শিক্ষক জনাব আবু বক্কর সিদ্দিক ভুইয়া। এসময় শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়।
র্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে গ্রামের প্রধান রাস্তাসমুহ প্রদক্ষিণ শেষ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে এসে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে র্যালিটি শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা আবু ইউসুফ।
এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।