ঢাকাশুক্রবার , ২৪ মার্চ ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

রমজান জুড়ে ১ টাকা লিটার দরে প্রতিদিন ৭০ লিটার দুধ বিক্রি করবেন

Developer Zone
মার্চ ২৪, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

 

স্টাফ রিপোর্টার
মোঃ সাজেদুর রহমান
এই ভদ্রলোকের নাম মো. এরশাদ উদ্দিন। একটি এগ্রো ফার্মের মালিক। বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামে। তিন বছর ধরে প্রতি রমজান মাসে একটি মহৎ কাজ করে যাচ্ছেন তিনি।

রোজার প্রথম দিন থেকে পুরো মাস তার এলাকার গরীব মানুষের কাছে এ বছর ১ টাকা লিটার দরে দুধ বিক্রি করেন তিনি। প্রতিদিন প্রায় ৭০ লিটার দুধ তিনি এই দামে বিক্রি করবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, রোজার সময় লোকজন একটু ভালোমন্দ খেতে চায়। সবাই চায় অন্যান্য খাবারের পাশাপাশি পাতে খানিকটা দুধও থাকুক। দুধ শরীরের জন্য খুব উপকারী। কিন্তু দুধসহ সব কিছুর দামই তো আকাশছোঁয়া। ইচ্ছা থাকলেও সবাই দুধ কিনতে পারবে না। এসব বিষয় ভেবে এবারের উদ্যোগটি আমি বড় করে নিয়েছি।

দুধের দাম ধরা প্রসঙ্গে তিনি বলেন, যাঁরা দুধ নেবেন, তাঁদের মনের মধ্যে যেন এ নিয়ে কোনো দ্বিধা বা সংকোচ না থাকে—এ কারণেই দুধের দাম ধরা হয়েছে। এটি দয়া বা দানের পর্যায়ে পড়বে না।

যেখানে রমজান মাস এলেই আমদের দেশের ব্যবসায়ীদের মধ্যে নিত্যপণ্যের দাম বাড়ানোর এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়। সেখানে এই মানুষটির এই মহতী উদ্যোগ অবশ্যই সাধুবাদ পাওয়ার দাবিদার।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।