দেশজুড়ে

নাগরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খন্দকার আছাব মাহমুদ

ডেস্ক রিপোর্ট

২৪ মার্চ ২০২৩ , ২:৫৪:১৮ প্রিন্ট সংস্করণ

 

টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাড়ালেন নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকাস্থ কমিটির যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার আছাব মাহমুদ।শুক্রবার(২৪ মার্চ)সকালে সহবতপুর বাজার বণিক সমিতির সার্বিক তত্বাবধানে আহবায়ক মো.জুয়েল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মো.সেলিম খানের পরিচালনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৫ জন ব্যবসায়ীর হাতে জনপ্রতি ২৫ কেজি চাউল,তিন কেজি মসুরি ডাল, তিন কেজি চিনি,দুই কেজি তৈল ও দুই কেজি লবণ তুলে দেন সাংবাদিক নেতা খন্দকার আছাব মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন,সহবতপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি মো.ফারুক হোসেন,সহবতপুর বাজার বণিক সমিতির সদস্য সচিব মো.আবুল হোসেন,যুগ্ম আহবায়ক মো.ইলিয়াছ মিয়া(খোকন),সদস্য বাবু নির্মল কুমার সাহা,মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাবু গৌতম কর্মকার, বাবু গৌতম কুমার সাহা, মো.রিয়াদ হোসেন,মো.কামরুল মিয়া,মো.রফিক সরকার, হাফেজ লুৎফর রহমান,মো.হাসান খানসহ সহবতপুর বাজারের ব্যবসায়ী বৃন্দ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা প্রদানকালেন খন্দকার আছাব মাহমুদ বলেন,ভয়াবহ অগ্নিকাণ্ডে আপনাদের দোকান পুড়ে যাওয়া ঘটনায় আমরা সবাই মর্মাহত।সহবতপুর বাজার বণিক সমিতির নেত্ববৃন্দের প্রতি কৃতজ্ঞ এজন্য তাদের মাধ্যমে আপনাদের পাশে দাড়িয়েছি।আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই সংকট দ্রুত সমাধান করে দেন।আমি সব সময় আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাব, ইনশাআল্লাহ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

❝জামিয়া সম্মেলন, নবীন-বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৪❞ অনুষ্ঠিত।

কুরবানির পশু জবাইয়ের নিয়ম ও দোয়া। দুধরচকী

কুমিল্লায় দেশ রূপান্তর পএিকার বর্ষপূর্তি উদযাপন

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, খাল সংস্কার ও বানবাসিদের পূ্র্নবাসনে পিবিআই ডিআইজির আর্থিক সহায়তা প্রদান

রূপগঞ্জে জাপা প্রার্থীর প্রচারণায় বাঁধা রাতের আঁধারে পোস্টার ছেঁড়ার অভিযোগ। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে জাপা প্রার্থী রুপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলামকে নির্বাচনী প্রচারণায় বিভিন্নভাবে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। তার নির্বাচনি কেম্পে পন্ড করা এবং সমর্থকদের হুমকি ধামকি সহ তাদের নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগও করেন তিনি।গতকাল ৩০ শে ডিসেম্বর রোজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভুলতা ইউনিয়নের ভায়েলা, মাঝিপাড়া, পাড়াগাঁও, মিয়াবাড়ি, মর্তুজাবাদ, নাহাটি, মাছিমপুর,তারবো পৌরসভার নোয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগের পর তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এসময় জনাব সাইফুল ইসলাম বলেন, আমি প্রতিদিনই প্রতিটি রুপগঞ্জের এলাকায় গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে লাঙ্গল প্রতীকের জন্য ভোট চাচ্ছি। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন ও অন্যান্য দলের সমর্থকরা আমাকে ও আমার কর্মীদের নির্বাচনে প্রচারণা ও গণসংযোগে বিভিন্নভাবে বাঁধা প্রদান করছে। এছাড়া কায়েতপাড়া ও দাউদপুরে নোয়াপাড়াতে আমার পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে। নির্বাচনে যারা আমার সমর্থনে কাজ করছেন তাদের মধ্যে কয়েকজনকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তাছাড়া নির্বাচনের পরে লাঙ্গল প্রতীকের প্রার্থীর সমর্থকদের বাড়িতে থাকতে দেওয়া হবে না। আমি যেখানেই যাচ্ছি সে এলাকাতে মানুষের গণজোয়ার দেখতে পাচ্ছি। জনসাধারণ মানুষ লাঙ্গল প্রতীককে সাধরে গ্রহণ করছেন ৭ তারিখ নির্বাচন সুষ্ঠু হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আমি নির্বাচিত হলে রূপগঞ্জ থেকে বেকারত্ব দূরী করবো। ঢাকার সাথে পূর্বাচলের কাছে হওয়ার পরও রূপগঞ্জ এখনো অনেক অনুউন্নত রয়েছে আমি রূপগঞ্জকে আরো সমৃদ্ধ আরো উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলবো ইন শা আল্লাহ।