দেশজুড়ে

তাহিরপুরে, আগুনের লেলিহানে ভস্মীভূত হয়ে নিঃস্ব- আওয়াল

ডেস্ক রিপোর্ট

২৪ মার্চ ২০২৩ , ২:১৩:৩৯ প্রিন্ট সংস্করণ

 

এস এ আখঞ্জী তাহিরপুরঃ- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার  সীমান্ত ঘেঁষা পল্লী কলাগাও (পশ্চিম পাড়া) গ্রামে  আকস্মিক  আগুনের লেলিহানে ভস্মীভূত হয়ে, বসতবিটার সব কিছু পুড়ে চাঁই হওয়ায়, আব্দুল আওয়াল নামের কৃষক  আজ নিঃস্ব।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত আব্দুল আওয়াল এর   স্বজনদের তথ্য মতে জানা যায়,
উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কলাগাও গ্রামে আব্দুল আওয়াল
নিত্যদিনের কাজ কর্ম করে, রাতের খাবার-দাবার সেরে ঘুমের ঘরে চলে যান। নিদ্রায় যখন বিভোর হঠাৎ যখন তাপ অনুভব করলেন হাজারা খাতুন, জেগে ওঠে দেখেন
ঘরের মধ্যে আগুন। দেখতেই সবাইকে আগুন আগুন বলে জাগাতে চিৎকার করলে
ঘরে থাকা সবাই জাগিয়া বাহিরে চলে যায়।এরপর তাদের আত্ম চিৎকারে প্রতিবেশীরা ছুটিয়া আসিয়া আগুন নিভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান এত বেশী ছিল। যাহা তাদের বাহিরে হওয়ায় চোখের সামনে সব কিছু পুড়ে চাঁই হয়ে নিঃস্ব আউয়াল।

আগুনে দুটি টিনশেড বসত ঘরের আসবাবপত্র, টিভি ফ্রিজ, ধান, চাল হাস, মুরগি, সেলাইমেশিন, পরিবারের সদস্যদের পরিধানের কাপড়, নগদ টাকা, দলিলপত্রসহ সম্পূর্ণ ভস্মীভূত । ক্ষতিক্ষতির পরিমাণ প্রায় ১৫লক্ষ টাকা।

এব্যাপারে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রাশিদ মিয়া, সত্যতা নিশ্চিত করে বলেন, আমিও বাড়িতে নেই বিশেষ কাজ জেলা সদরে এসেছি। আমাকে ক্ষতি গ্রস্ত পরিবার অবহিত করেছে। আগুনে পুড়ে পরিবারটি আজ নিঃস্ব হয়ে গেল।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content