ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পুষ্পস্তবক অর্পণ।

Developer Zone
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

 

শাহজাদপূর সিরাজগঞ্জ প্রতিনিধি:

আজ ২১/০২/২০২৩ খ্রী: শহীদ ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম একুশের প্রথম প্রহরে শাহজাদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম বলেন, আজ মহান শহীদ দিবস এবং একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিমাঞ্চলের শাসক গোষ্ঠী পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ বাঙালিকে তাদের অধীন করে রাখার পরিকল্পনা করে। এর অংশ হিসেবে প্রথমেই তারা বাঙালিদের ভুলিয়ে দিতে চায় তাদের সাংস্কৃতিক ঐতিহ্য। তাদের উদ্দেশ্য ছিল মাতৃভাষা কেড়ে নিয়ে বাঙালির জাতি সত্তাকে পঙ্গু করে দেয়া। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠে বাঙালি। শুরু হয় বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার আন্দোলন।

শেয়ার করুন: