ক্যাম্পাস

বিশ্ব পানি দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রেজেন্টেশন কম্পিটিশন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

২৩ মার্চ ২০২৩ , ১১:৪২:১১ প্রিন্ট সংস্করণ

ববি প্রতিনিধি :

বিশ্ব পানি দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুম দি আর্থ ১.০” প্রেজেন্টেশন কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শ্রেণীকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অফ বরিশাল জিওফিজিক্যাল সোসাইটি (ইউবিজিএস)এবং ইয়োথম্যাপার্স এট ইউনিভার্সিটি অফ বরিশাল (ওয়াইএমবিইউ) এর যৌথ আয়োজনে প্রেজেন্টেশন কম্পিটিশন অনুষ্ঠিত হয়।

কম্পিটিশনে ৫ টি সিনিয়র গ্রুপ এবং ৭ টি জুনিয়র গ্রুপ অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ান, ১ম রানার আপ, ২য় রানার আপ কে প্রাইস মানি এবং অংশগ্রহনকারী সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সুখেন গোস্বামী। এ সময় তিনি “গ্রাউন্ডওয়াটার: এন ইনভ্যালুএভেল রিসোর্স; চ্যালেন্জ টু সাস্টটেইনএবেল ডেভোলেপভেন্ট এন্ড ম্যানেজমেন্ট অব বাংলাদেশ ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ধীমান কুমার রায়, সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া, সহকারী অধ্যাপক মোহাম্মদ রিসালাত রফিক এবং সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ সালমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ইউবিজিএস এর সেক্রেটারি এবং ওয়াইএমবিইউ এর ভাইস প্রেসিডেন্ট মোঃ ওবায়দুর রহমান। আরও বক্তব্য রাখেন ইউবিজিএস প্রেসিডেন্ট মাহমুদুল হাসান রাকিব ও ওয়াইএমবিইউ প্রেসিডেন্ট মোঃ ইমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারহান আফসার মৌরি।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content