দেশজুড়ে

বিশ্বম্ভরপুরে ইউএনও’র মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট

২২ মার্চ ২০২৩ , ১১:০১:৪৩ প্রিন্ট সংস্করণ

 

শফিউল আলম,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ইউএনও’র মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও বণিক সমিতির সদস্যদের নিয়ে রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিষয়ে মতবাদ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোঃসাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা,বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ছবাব মিয়া,ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ,উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক ও সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন ও সাধারণ প্রমূখ। এদিকে ধর্ম প্রাণ মুসলিম ও সুশীল সমাজের দাবি হোটেল রেস্তোরা এবং খাবারের দোকানগুলো দিনের বেলা বিকেল ৩ ঘটিকা পর্যন্ত বন্ধ রাখতে হবে, অন্যথায় হোটেল রেস্তোরা এবং খাবারের দোকানগুলোতে দিনের বেলায় পানাহার করতে দেখা গেলে পানাহারকারী এবং দোকান মালিকের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content