২২ মার্চ ২০২৩ , ১০:০৮:৩২ প্রিন্ট সংস্করণ
শফিউল আলম,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলাকে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা প্রদান করেছেন।২২ মার্চ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বম্ভরপুর কে সুনামগঞ্জ জেলার ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা প্রদান করেন।এসময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিউর রহিম জাদিদ’র সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভুমি) শিল্পী রানী মোদক’র সনঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, জুন মাসের মধ্য সুনামগঞ্জের সবগুলো ঘরের নির্মান কাজ শেষ হলে দ্রুত সারা জেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা যাবে। প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলা আজ থেকে গৃহহীন ভুমিহীন মুক্ত হলো।
এসময় বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক,বিশ্বম্ভরপুর উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আপ্তাব উদ্দিন মাষ্টার, বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।
সুনামগঞ্জ জেলায় ১ম পর্যায়ে ৩৯০৮, ২য় পর্যায়ে ৩৫৮ এবং ৩য় পর্যায়ে ২ ধাপে ১৫৫৫টি সর্বমোট ৫৮২১টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় জমি ও গৃহ হস্তান্তর করা হয়।২২ মার্চ বুধবার ৩য় পর্যায়ের ৩৯১ টি এবং ৪র্থ পর্যায়ের ৮২২ টি সহ মোট ১২১৩ টি পরিবারকে সুনামগঞ্জ জেলায় জমি ও গৃহ প্রদান করা হয়।বিশ্বম্ভপুর উপজেলায় ৭৩১ জন ভুমিহীন ও গৃহহীনকে এ পর্যন্ত ঘর ও জমি প্রদান করা হয়েছে।