দেশজুড়ে

পাকুন্দিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা, মিঠামইনে ৮০ ঘর পেল ভূমিহীন ও গৃহহীনরা।

ডেস্ক রিপোর্ট

২২ মার্চ ২০২৩ , ৯:৫৮:৫৩ প্রিন্ট সংস্করণ

 

বিজয় কর রতন, ষ্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে এ উপজেলাসহ দেশের ৭টি জেলার ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল মাধ্যমে এক যোগে দেশের ১৫৯টি উপজেলাকে পুনর্বাসনের আওতায় এনে দুই শতক করে জমি ও আধা-পাকা ঘর হস্তান্তরের মাধ্যমে উপজেলাগুলোকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা হয়। এর মধ্যে পাকুন্দিয়া উপজেলা একটি। এরপরও কেউ ভূমিহীন কিংবা গৃহহীন পাওয়া গেলে তাকেও পুনর্বাসনের আনা হবে বলে জানানো হয়।এ উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল মাধ্যমের ঘোষণা বড় পর্দায় প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রীর ঘোষণা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও ২২টি পরিবারের হাতে ঘরের চাবি ও দলিলপত্র হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে চাবি ও দলিল তুলে দেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা। এছাড়া ও মিঠামইনে আব্দুল হামিদ পল্লীতে ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ৮০টি ঘর বরাদ্ধ দেওয়া হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বড় পর্দায় প্রধান মন্ত্রীর আনুষ্ঠানিক ভাবে ঘোষনার প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্টিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম। অনুষ্ঠানে ৮০জন গৃহহীনের মাঝে দলিল ও চাবি হস্তান্তর করা হয়। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ূম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম মিয়া, মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান এডঃ শরীফ কামাল, উপজেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, উপজেলা প্রকৌশলী ফাইজুর রাজ্জাক, উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ সহ অন্যান্য কর্মকর্তা গন আলোচনায় অংশ নেয়।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content