জাতীয়

রাঙ্গাবালীতে মুজিব বর্ষের ঘর পেলেন ১১৮টি পরিবার, ভূমিহীনমুক্ত হলো উপজেলা

ডেস্ক রিপোর্ট

২২ মার্চ ২০২৩ , ৩:১২:৪৭ প্রিন্ট সংস্করণ

 

মোঃ হানিফ মিয়া পটুয়াখালী প্রতিনিধি,
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মুজিববর্ষের উপহার হিসাবে ১১৮টি নতুন ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। বুধবার ২২শে মার্চ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা পরিষদ হলরুমে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যাদব সরকার, রাঙ্গাবালী থানার ওসি মোঃ নুরুল ইসলাম মজুমদার, উপজেলা কৃষি অফিসার ইকবাল আহম্মেদ, উপজেলা বিএরডি কর্মকর্তা রিপন খন্দকার, উপজেলা আইসিটি অফিসার মাসুদ হাসান এবং উপকারভোগিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content