২১ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৩৫:০১ প্রিন্ট সংস্করণ
লেখক:জে এম মমিনুর রহমান মিস্টার
পরিচালক,
টার্গেট এডুকেয়ার প্রি-ক্যাডেট স্কুল।
পানিতলাহাট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
একুশে ফেব্রুয়ারি তুমি যে আমার ভাই হারানো গান।
তোমার জন্য দিয়েছে রফিক, জব্বার আরও নাম না জানা কত প্রাণ ।
তোমাদের প্রাণের বিনিময়ে পেয়েছি মোরা, রাষ্ট্র ভাষা বাংলা।
তোমাদের চরণে পুষ্প দিয়ে, মিঠাই মনের জ্বালা।
প্রভু তাদের ধ্বংস কর খেলেছিল যারা নিষ্ঠুর খেলা।
২১ মিনিট মিছিলে গুলি মেরে হত্যা করেছিল যারা।
হে আল্লাহ, শহীদের বেহেশত নসীব করিও। তাদের কথা তোমরা,কখনো না ভুলিও।