ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে গর্তের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

Developer Zone
মার্চ ২১, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ মাসুম বিল্লাহ
দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে পানি জমাট গর্তের পানিতে পড়ে
জোবায়েল হাসান(৬) ও মারুফা আক্তার (৭)নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার(২০ মার্চ) বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জোবায়েল হাসান উপজেলার বিরিশিরি ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে ও মারুফা আক্তার একই উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে। নিহত দুই শিশু মামাতো-ফুফাতো ভাই-বোন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,বাড়ির পাশে থাকা গর্তে কয়েকদিনের বৃষ্টিতে পানি জমাট হয়। সোমবার বিকেলে শিশু দুজনই বাড়ির উঠানেই খেলা করছিলো। খেলাধূলার একপর্যায়ে সবার অগোচরে ওই গর্তে তারা পড়ে যায়। হঠাৎ পরিবারের লোকজন তাদেরকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন দেখতে পায় বাড়ির পাশের গর্তে তাদের নিথর দেহ ভাসছে । পরে গর্তের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মো. ছানোয়ার হোসেন জানান, বাড়ির পাশেই গর্তের পানিতে পড়ে শিশু জোবায়েল ও মারুফা মারা যায়। শিশু জোবায়েল ফুফার বাড়িতে বেড়াতে এসেছিল।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।