জাতীয়

আসন্ন পবিত্র রমজানকে ঘিরে ঈদগাঁওর সবর্ত্রই প্রস্তুতি : নিত্যপন্যের দ্বিগুন দাম

ডেস্ক রিপোর্ট

২১ মার্চ ২০২৩ , ৬:১৮:৩১ প্রিন্ট সংস্করণ

 

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

পবিত্র রমজান দুয়ারে কড়া নাড়ছে। বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে শুরু হবে রমজান। চাঁদ দেখা গেলে বুধবার রাত থেকে শুরু হবে তারাবির নামাজও। সেহেরি ও ইফতারি কার্যক্রমের সুচনা হবে। শেষ মুহুর্তে প্রস্তুতি চলছে ব্যাপক পরিসরে।

মাহে রমজান মুসলমানদের জন্য বহু বরকতময় ও গুরুত্বপূর্ণ মাস। মাস জুড়ে ইবাদত বন্দেগীতে ব্যস্ত সময় কাটান তারা। ভোরে সেহেরি খেয়ে দিনব্যাপী রোজা রাখার পর সন্ধ্যায় ইফতারসহ পাঁচ ওয়াক্ত নামাজও তারাবি অতীব গুরুত্বপূর্ণ।

রমজানে লোকজন ভালো খাবারে এখন থেকে নিচ্ছেন প্রস্তুতি। ঈদগাঁও উপজেলার মানুষরাও সেই রমজানের প্রস্তুতি সরুপ ব্যস্তমুখর সময় পার করছেন। রমজানের নিত্যপণ্যে সামগ্রী কেনাকাটা সম্পন্নের পথে প্রত্যান্ত গ্রামাঞ্চলের লোকজন। মাছ,মাংস,ডিম,মুরগী,চোলাও চিনির দাম চড়া হওয়ায় অনেক ক্রেতা সাধারন হতাশ হয়ে পড়েন। রমজানে ভাল মানের সেহেরী খাওয়া অনেকের জন্য দু:স্বপ্ন হয়ে পড়বে।

বাড়তি চাহিদার মুখে প্রায় প্রতিটি খাদ্যসামগ্রীর দাম দ্বিগুন ঈদগাঁও বাজারসহ উপবাজার সমুহে। তৎমধ্য টিসিবির কম মূল্যে মালামাল অনেকটা ভরসা মানুষের। রমজানে নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবী গ্রামীন জনপদের সাধারন মানুষের।

ঈদগাঁও উপজেলার প্রায় মসজিদে রমজানে খতমে তারাবি অনুষ্ঠিত হয়। প্রস্তুতির শেষ মুহুর্তে হাফেজ নিয়োগসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন বলেও জানা যায়। অন্যদিকে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা মাহে রমজানকে স্বাগত জানিয়ে সেহেরী ও ইফতারের সময়সূচীর লিফলেট বিতরনের প্রস্তুতিও নিচ্ছেন।

রমজানে ভোগ্যপণ্যের বাজার ঠিক রাখতে অভিযানসহ ঈদগাঁও বাজার ও স্টেশনের বিভিন্ন অলিগলিতে যানজট ঠেকাতে ট্রাফিক পুলিশের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জোর দাবী সাধারন মানুষের।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content