জাতীয়

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান বলেন,বাংলাদেশে উৎপাদিত ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা স্বর্ণের বার বিদেশে রপ্তানি হবে।

ডেস্ক রিপোর্ট

২১ মার্চ ২০২৩ , ১০:১৬:৫৮ প্রিন্ট সংস্করণ

 

সীমান্ত সাহা,সদর উপজেলা প্রতিনিধিঃ-

তিনি বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর যেখানেই হাত দিয়েছেন, সেখানেই সাফল্য পেয়েছেন।

ওনার মতো প্রতিষ্ঠিত ও স্বনামধন্য ব্যবসায়ী আমাদের প্রেসিডেন্ট, এটা আমাদের জন্য গৌরবের বিষয়। তিনি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে সারাদেশের স্বর্ণ ব্যবসায়ীদের একই ছাতার তলায় আনতে কাজ করছেন।

তার নেতৃত্বের সুফল এরই মধ্যে স্বর্ণ ব্যবসায়ীরা পেয়েছেন, ভবিষ্যতে আরও পাবেন।
সোমবার (২০ মার্চ) দুপুরে নরসিংদীর চিয়াংরাই চাইনিজ রেস্টুরেন্টে বাজুস নরসিংদী জেলা শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা স্বর্ণশিল্প গড়ে তোলার জন্য উপযুক্ত জায়গা। আমরা স্বর্ণ ব্যবসায়ীরা সমবায় সমিতির মাধ্যমে নিজেদের পুঁজিগুলো একত্র করে স্বর্ণশিল্প গড়ে তুলতে পারি। ভবিষ্যতে নরসিংদীর স্বর্ণ বিদেশে রপ্তানি হবে।

বাজুস প্রেসিডেন্টের স্বপ্ন, ২০৪১ সালে জাতীয় অর্থনীতিতে জুয়েলারি খাত অপরিহার্য অংশে পরিণত হবে। জাতীয় অর্থনীতিতে জুয়েলারি খাত শিল্প হিসেবে বিবেচিত হবে। স্বর্ণ ব্যবসায়ীরাও দেশের অন্য ব্যবসায়ীদের মতো সমানভাবে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবেন, যোগ করেন এনামুল হক খান।

বাজুস স্বর্ণ ব্যবসায়ীদের পথ প্রদর্শক হিসেবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, দেশের সব স্বর্ণ ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের সবাইকে বাজুসের এক ছাতার নিচে আসতে হবে। যে কোনো সমস্যা সবাই মিলে সমাধান করতে হবে। সবাইকে বাজুসের দিক নির্দেশনা মেনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। তাহলে সবাই লাভবান হবেন, কেউ ক্ষতিগ্রস্ত হবেন না।

বাজুস নরসিংদী জেলা শাখার সভাপতি মিঠু রঞ্জন ধরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল’ অ্যান্ড মেম্বারশিপের সহ-সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, কার্যনির্বাহী সদস্য ও সদস্য সচিব মো. রিপনুল হাসান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং পবিত্র চন্দ্র ঘোষ এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ) তানভীর আহমেদ।

এসময় অনেকের মধ্যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নরসিংদী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শ্যামল রায়, রতন কর্মকার, শংকর রায় ও শরিফ মিয়া, বাজুস সদর শাখার সভাপতি বিপ্লব দত্ত, সাধারণ সম্পাদক ননি গোপাল দাস, নরসিংদী স্বর্ণ পট্টির সভাপতি নারায়ণ দত্তসহ জেলার ও বিভিন্ন উপজেলার বাজুস নেতৃবৃন্দ ও স্বর্ণ ব্যবসায়ীরা।

মতবিনিময় সভায় বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরকে নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এসময় অতিথিরা বাজুস নরসিংদী জেলা শাখার নতুন সদস্যদের সদস্যপত্র দেন। পরে অতিথিরা বাজুস নরসিংদী জেলার নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক দেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

কিশোরগঞ্জ এ কুখ্যাত সন্ত্রাসী আসিস এর ভয়ে আতঙ্কে

রাণীনগরে বিএনপি ও যুবদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল

নোয়াখালীর সদরে প্রতারণার মাধ্যমে ভূমিহীনের

আলোকিত মানুষ গড়তে আলো ছড়াচ্ছেন তিনি

নাগেশ্বরীতে শিক্ষার্থীদের সন্মাননা ও ইফতার মাহফিল

শেখ হাসিনার সরকারকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে: সালাম মূর্শেদী মোল্লা জাহাঙ্গীর আলম- খুলনা। খুলনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিযয়ে চলেছে। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এজন্য দলের নেতা-কর্মীদের সরকারে উন্নয়নের সাফল্যের কথা দ্বারে দ্বারে গিয়ে সাধারণ মানুষকে বোঝাতে হবে। সালাম মূর্শেদী বলেন, শেখ হাসিনা যতদিন আছে, ততদিন এদেশ নিরাপদে থাকবে। তাই দেশের সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তায় আওয়ামী লীগকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চাই।মঙ্গলবার ২ জানুয়ারি বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলার সেনহাটী শিবাবড়ি মন্দির চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা আ’লীগের সভাপতি খান নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনের পরিচালনায় জনসভায় প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। বিশেষ বক্তা ছিলেন জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, সদস্য মোঃ জামিল খান, ফারহানা নাজনীন, মোসাঃ সামছুন নাহার, রূপসা উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, দিঘলিয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, বারাকপুর ইউপি চেয়ারম্যান সাহগীর হোসেন পাভেল। এসময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আ’লীগ নেতা সৈয়দ মিজানুর রহমান, যুবলীগ নেতা শেখ ইয়াজুর ইসলাম, আ’লীগ নেতা গাজী আজগর আলী, মোঃ ইখতিয়ার হোসেন, মোঃ শাহ আলম খান, মোঃ নাসিম, এসএম ফরহাদ হোসেন, যুবলীগ নেতা এসএম হাবিবুর রহমান তারেক, ছাত্রলীগ নেতা মোঃ নাহিদুর রহমান, মোঃ ইয়াসিন আরাফাত, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, মোঃ আবুল বাশার, শ্রমিক লীগ নেতা সাইদুর রহমান রিতা, কৃষক লীগ নেতা শেখ আব্দুর রহমান, যুব মহিলা লীগ নেতা মরিয়ম আক্তার পপি প্রমুখ। এর আগে, বেলা ১১টায় দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়নের বামনডাঙ্গা এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তুতা কবের খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাজীরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডু। গাজীরহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের সদস্য বিষ্ণুপদ সরকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল, রূপসা উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, গাজীরহাট ইউনিয়ন যুবলীগ সভাপতি মনির মোল্লা, সাধারণ সম্পাদক রুবেল সরদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি প্রিন্স রায়, গাজীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাবেক যুবলীগ নেতা মহাসিন মোল্লা, মোঃ বাবুল, সংরক্ষিত ইউপি সদস্য খুকুমনি। বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা জিন্নাত শেখ, লুৎফর মোল্লা, গোলাম মোস্তফা মোল্লা, সেকেন্দার মোল্লা, আকরাম হোসেন প্রমুখ।