দেশজুড়ে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম রি-ইউনিয়ন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

২০ মার্চ ২০২৩ , ৯:৫৬:৩২ প্রিন্ট সংস্করণ

সাইদুজ্জামান ভুইয়াঃ

পুরানো সে দিনের কথা ভুলবি কি রে হায়, ও সে চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।’”

পুরানো সেই দিনের কথা আসলেই ভোলার নয়। আর তাইতো উচ্ছ্বাস ও উদ্দীপনায় কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ২০ তম অনার্স ব্যাচ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের (১৯৯১-৯২) প্রথম রি-ইউনিয়ন বা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা শহরের নজরুল ইনস্টিটিউটে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ১৮ই মার্চ শনিবার সকাল দশটায় এ অনুষ্ঠান শুরু হয়ে দিনভর কার্যক্রম চলে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কুমিল্লা সরকারি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহজাহান । ফকির বাজার স্কুল এন্ড কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ আতাউর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রথমে এ পর্যন্ত মৃত্যুবরণ কারী ৮ জন বন্ধু -বান্ধবের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়।

পুনর্মিলনী উপলক্ষে শনিবার থেকে রাত পর্যন্ত চলে সাবেকদের পদচারণা। বহুদিন পর ফিরে পাওয়া বন্ধুদের সঙ্গে গল্প, গান, কবিতা আর আড্ডায় সবাই যেন ফিরে পেয়েছিলেন তারুণ্যের সেই ক্যাম্পাস (ভিক্টোরিয়া কলেজের ডিগ্রী সেকশন) জীবন।

উক্ত অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বাংলাদেশের বৈশিষ্ট সংগীত শিল্পী আসিফ আকবর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া, উপাধ্যক্ষ মুমিনুল ইসলাম,বরুড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক খোরশেদ আলম, মুরাদনগরের সামছুল হক কলেজের সিনিয়র প্রভাষক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মমিনুল ইসলাম মোল্লা,বিশিষ্ট শিল্পপতি ফজলুল কাদের সোহেল চৌধুরী ,প্রাইম ব্যাংকের এভিপি আজহারুল ইসলাম।

অনুষ্ঠানের শেষ অংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা,গান এবং সংগীত পরিবেশন করা হয়।

শেয়ার করুন:

আরও খবর

মিঠামইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু।

রূপসায়” সালাম মূর্শেদীর পক্ষে মিছিল ও পথসভায়: কামরুজ্জামান জামাল   মোল্লা জাহাঙ্গীর আলম //  খুলনা- ৪ আসনে” আব্দুস সালাম মূর্শেদী এমপির দলীয় নৌকা প্রতীকের পক্ষে ১ জানুয়ারি সোমবার বিকেলে রূপসার টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত।   উক্ত মিছিল ও পথসভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান জামাল,জেলা আ”লীগের সদস‍্য পাপিয়া সরোয়ার শিউলী, জেলা আ”লীগের সদস‍্য জামিল খান,জেলা আ”লীগ সাবেক সদস্য আঃ মজিদ ফকির,উপজেলা আ”লীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, উপজেলা আ”লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোঃ আলী জিন্না সহ এসময়  উপজেলার সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রূপসায়” সালাম মূর্শেদীর পক্ষে মিছিল ও পথসভায়: কামরুজ্জামান জামাল মোল্লা জাহাঙ্গীর আলম // খুলনা- ৪ আসনে” আব্দুস সালাম মূর্শেদী এমপির দলীয় নৌকা প্রতীকের পক্ষে ১ জানুয়ারি সোমবার বিকেলে রূপসার টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত। উক্ত মিছিল ও পথসভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান জামাল,জেলা আ”লীগের সদস‍্য পাপিয়া সরোয়ার শিউলী, জেলা আ”লীগের সদস‍্য জামিল খান,জেলা আ”লীগ সাবেক সদস্য আঃ মজিদ ফকির,উপজেলা আ”লীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, উপজেলা আ”লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোঃ আলী জিন্না সহ এসময় উপজেলার সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাণীনগরে মহানস্বাধীনতা দিবস পালিত

বাকেরগঞ্জের থানা পুলিশেকে ম্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে চড় কবাইতে চলছে নগ্ন নৃত্য ও জুয়ার আসর।।

বাকেরগঞ্জের থানা পুলিশেকে ম্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে চড় কবাইতে চলছে নগ্ন নৃত্য ও জুয়ার আসর।।

সানরাইজ লার্নিং  এর ১৮তপয়েন্টম প্রতিষ্টাবার্ষিকী উৎযাপন

চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ৫৩ বিজিবি কর্তৃক ভারতীয় পিস্তল, গুলি ও বিদেশি মদ উদ্ধার

Sponsered content