২০ মার্চ ২০২৩ , ৬:৩৪:১১ প্রিন্ট সংস্করণ
মোঃ ইসমাইল হোসেন ফরিদ
ফেনী, পরশুরাম প্রতিনিধি
ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম থোরলা নিয়ে মির্জানগর ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৫৪ সালে প্রথম গ্রাম প্রেসিডেন্ট হন জনাব মজিবুল হক মজু:। তারপর পর্যায়ক্রমে জনাব এ,এফ কে সফদার,জনাব আজিজুল হক গ্রাম প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান মহকুমা জুরি বোর্ড এর সদস্য ডা: মৌ:মজিবুল হক মজূ: প্রথম ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মনোনীত হন এবং তিনিই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৭১ এ বাংলাদেশ স্বাধীন হবার পর পরবর্তী সময়ে আবদুস সাত্তার আলী আকবর ভূঁঞা (২য় বার নির্বাচিত), এ,কে রিয়াজ উদ্দিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক মির্জানগর ইউনিয়ন গঠন করা হয়। বর্তমানে ২৬টি ছোট বড় গ্রাম মিলিয়েই মির্জানগর ইউনিয়ন পরিষদ। বর্তমানে তিন বার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন নুরুজ্জামান ভুট্টো
মির্জানগর ইউনিয়নের নাম নিয়ে দুটি জনশ্রুতি রয়েছে, পুর্বে মির্জানগর ইউনিয়ন এর অধিকাংশ গ্রামেই মুসলমানের আধিপত্য ছিল। রাধারমন সিংহ ও আশু সিংহ ছিলেন মির্জানগর গ্রামের ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম তারাই প্রথম মির্জানগর ইউনিয়ন নামের প্রস্তাবকারী ছিলেন। অন্যটি হল এগারগ্রাম, পূর্ব পোমকাড়া, কালিকৃষ্ণনগর কয়েকটি গ্রাম নিয়ে একটি বড় বিল থাকায় নাকি মির্জানগর নামকরণ করা হয়। তবে ঐ সময়ে নৌকাই ছিল মির্জানগর ইউনিয়ন একমাত্র যোগাযোগ স্থাপনকারী বাহন।