২০ মার্চ ২০২৩ , ৬:৩১:২২ প্রিন্ট সংস্করণ
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা, পুরুস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২০শে মার্চ (সোমবার) বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে চমৎকার অনুষ্ঠানের আয়োজন করে এ শিক্ষা প্রতিষ্ঠান। শতভাগ পাশকৃত শিক্ষার্থী, A+ প্রাপ্ত দের কৃতি সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
বিদ্যালয় শিক্ষানুরাগী সদস্য মহসিন সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আ,লীগ সভাপতি নুর সিদ্দিক।
শিক্ষক রাজন আচায্যের পরিচালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,ঈদগাহ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন জয়, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবির,ঈদগাঁও উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আবু হেনা বিশাদসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাও শিক্ষার্থীসহ নেতা কর্মীরা।