দেশজুড়ে

ঈদগাঁওর টগবগে তরুন নুরুল আবছারের মৃত্যু : সবর্ত্রই শোক

ডেস্ক রিপোর্ট

১৯ মার্চ ২০২৩ , ৩:৪৩:৪৫ প্রিন্ট সংস্করণ

 

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁওর টগবগে তরুন ব্যবসায়ী নুরুল আবছারের মৃত্যুতে সবর্ত্রেই শোকের ছায়া বিরাজ করেছে।

১৯ই মার্চ রাত দেড়টার দিকে চট্রগ্রামের একটি বেসরকারী হাসপাতালে আবছার মৃত্যুবরণ করে (ইন্না…….রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে আক্রান্ত ছিলেন। আবছার ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ার সাবেক মেম্বার মোহাম্মদ কালুর প্রথম পূত্র। তিনি দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

একইদিন বাদে জুহুর ঈদগাঁওর জুমবাড়ী জামে মসজিদের মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক শোকার্ত মানুষের উপস্থিতি ঘটে। পরে জুমবাড়ীস্থ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এদিকে তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশসহ পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করে ঈদগাঁও ২নং ওয়ার্ড আ,লীগের সভাপতি মেম্বার বজলুর রশিদ, ঈদগাঁও প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক এম আবু হেনা সাগরসহ অনেকে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

পূর্বধলায় যানজট নিরসনের দাবি রেডলাইনের

নাচোলে সার ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা

ঐতিহ্যবাহী সংরক্ষণে চলতি বর্ষা মৌসুমে যশোরে ১ কোটি

রূপগঞ্জে জাপা প্রার্থীর প্রচারণায় বাঁধা রাতের আঁধারে পোস্টার ছেঁড়ার অভিযোগ। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে জাপা প্রার্থী রুপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলামকে নির্বাচনী প্রচারণায় বিভিন্নভাবে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। তার নির্বাচনি কেম্পে পন্ড করা এবং সমর্থকদের হুমকি ধামকি সহ তাদের নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগও করেন তিনি।গতকাল ৩০ শে ডিসেম্বর রোজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভুলতা ইউনিয়নের ভায়েলা, মাঝিপাড়া, পাড়াগাঁও, মিয়াবাড়ি, মর্তুজাবাদ, নাহাটি, মাছিমপুর,তারবো পৌরসভার নোয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগের পর তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এসময় জনাব সাইফুল ইসলাম বলেন, আমি প্রতিদিনই প্রতিটি রুপগঞ্জের এলাকায় গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে লাঙ্গল প্রতীকের জন্য ভোট চাচ্ছি। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন ও অন্যান্য দলের সমর্থকরা আমাকে ও আমার কর্মীদের নির্বাচনে প্রচারণা ও গণসংযোগে বিভিন্নভাবে বাঁধা প্রদান করছে। এছাড়া কায়েতপাড়া ও দাউদপুরে নোয়াপাড়াতে আমার পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে। নির্বাচনে যারা আমার সমর্থনে কাজ করছেন তাদের মধ্যে কয়েকজনকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তাছাড়া নির্বাচনের পরে লাঙ্গল প্রতীকের প্রার্থীর সমর্থকদের বাড়িতে থাকতে দেওয়া হবে না। আমি যেখানেই যাচ্ছি সে এলাকাতে মানুষের গণজোয়ার দেখতে পাচ্ছি। জনসাধারণ মানুষ লাঙ্গল প্রতীককে সাধরে গ্রহণ করছেন ৭ তারিখ নির্বাচন সুষ্ঠু হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আমি নির্বাচিত হলে রূপগঞ্জ থেকে বেকারত্ব দূরী করবো। ঢাকার সাথে পূর্বাচলের কাছে হওয়ার পরও রূপগঞ্জ এখনো অনেক অনুউন্নত রয়েছে আমি রূপগঞ্জকে আরো সমৃদ্ধ আরো উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলবো ইন শা আল্লাহ।

তাকওয়া অবলম্বনের ফজিলত।

বেগমগঞ্জে বিদেশ ফেরত পঙ্গু এনামের বাড়ীতে সন্ত্রাসী হামলা