দেশজুড়ে

এস এস সি বিদায়ী অনুষ্ঠান ২০২৩

ডেস্ক রিপোর্ট

১৯ মার্চ ২০২৩ , ৩:৪১:৩৫ প্রিন্ট সংস্করণ

 

রিপোর্টার
মোঃ শাহ্ আলম তালুকদার
দেউপুর, কালিহাতী, টাংগাইল

দেউপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের ৬৩ তম, এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের সভাপতি, মোঃ শাহজাহান মন্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,


জনাব মোঃ আব্দুল আলীম বিএ, চেযাম্যান সল্লা ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ খোরসেদ আলম, সাবেক সভাপতি দেউপুর উচ্চ বিদ্যালয়,
জনাব মোঃ ইলিয়াস হোসাইন, সভাপতি দেউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
জনাব মোঃ ইসহাক আলী, অভিভাবক সদস্য,
জনাব মোঃ গোলাম রাব্বানী , অভিভাবক সদস্য,
জনাবা মোছাঃ পারভীন ,অভিভাবক
সদস্য,
জনাব মোঃ লোকমান হোসেন, অভিভাবক সদস্য,
জনাব মোঃ মহিরউদ্দিন,অভিভাবক সদস্য,
জনাব মোঃ আঃ লতিফ, কো-আর্ট সদস্য,
জনাব মোঃ জহুরুল হক,
জনাব মোঃ নাজিম উদ্দীন,
জনাব মোঃ হরমুজ আলী, সাবেক শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধা,
জনাব মোঃ আবুল হোসেন, সভাপতি দেউপুর চকপাড়া দাখিল মাদ্রাসা,
প্রধান আলোচক মোঃ হয়রত আলী মিয়া
সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেউপুর উচ্চ বিদ্যালয়।
পরিচালনায় মোঃ আশরাফুল আলম, ধর্মীয় শিক্ষক দেউপুর উচ্চ বিদ্যালয়

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content