খেলাধুলা

বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২৩ অনুষ্ঠিত।

ডেস্ক রিপোর্ট

১৮ মার্চ ২০২৩ , ৫:১০:২৮ প্রিন্ট সংস্করণ

 

নান্দাইল (ময়মনসিংহ) থেকে: সারোয়ার জাহান রাজিব।

জমজমাট আয়োজনে শেষ হয়েছে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩। শনিবার (১৮ মার্চ) নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এটিএম আরিফ,
ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আবু বকর সিদ্দিক বাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (USEO) মোফাক্কারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আনোয়ার হোসেন, সহকারি প্রোগ্রামার মো: রফিকুল ইসলাম সহ
প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক এবং সঞ্চালনায় এ কে রমিজ উদ্দিন আহমেদ।
এমপি তুহিন বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করেছে, আগামীতেও করবে।
সকালে ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং প্রভৃতি।
সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান, ফ্যাশন শোসহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content