৫ জুলাই ২০২৫ , ২:৩৬:১০ প্রিন্ট সংস্করণ
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির দন্দ্ব ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে আজ শনিবার (৫ জুলাই) এর পূর্ব নির্ধারিত বিএনপির সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় কিশোরগঞ্জ জেলা বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার “নাজিম উদ্দিন ভূঁইয়া” মাঠে পূর্ব নির্ধারিত অনুষ্ঠেয় সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রধান অতিথি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
পূর্ব নির্ধারিত শনিবার (৫ জুলাই) বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি এ প্রতিনিধিকে বলেন, “অভ্যন্তরীণ কোন্দলের কারণে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার (৪ জুলাই) বাজিতপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সম্মেলন স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পরবর্তীতে আলোচনা করে বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে ।”
২০১৫ সালে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান মঞ্জুর মৃত্যুর পর শেখ মজিবুর রহমান ইকবালকে আহ্বায়ক করে গঠিত কমিটি দীর্ঘদিন পূর্ণাঙ্গ না হওয়ায় দলের একটি অংশ ক্ষুব্ধ। ওই অংশের নেতারা কমিটি ভেঙে নতুন সম্মেলনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। তাদের অভিযোগ, তৃণমূলের নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামীপন্থী সুবিধাভোগীদের নিয়ে সম্মেলন আয়োজনের ষড়যন্ত্র চলছে। তাই তারা গত বুধবার (২ জুলাই) একটি জনসভা করে সম্মেলন প্রতিহতের ঘোষণা দেন। জনসভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সম্মেলনে কেউ অংশ নিতে এলে তাকে ফিরিয়ে দেওয়া হবে।
বার্তা প্রেরক:
বিজয় কর রতন
মিটামইন, কিশোরগঞ্জ।