১৮ মার্চ ২০২৩ , ৪:১৫:৩৩ প্রিন্ট সংস্করণ
মো: শাহজালাল দেওয়ান: টঙ্গী গাজীপুর প্রতিনিধি : স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন এই প্রতিপাদ্যে বিষয় নিয়ে জাতীয় শিশু দিবস-২০২৩ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করেছেন গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ।গতকাল শুক্রবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গভনিং বডির সভাপতি ভাষা সৈনিক আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি মোঃ মোস্তফা কামালের পরিচালনায় জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।বিশেষ অতিথি গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দীন মোল্লা। সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তর গাজীপুর জেলার সহকারী পরিচালক মুনসুরুল ইসলাম মিলন,অভিভাবক সদস্য শেখ মনিরুজ্জামান, অমর কান্তি বড়ুয়া,স্মৃতি রানী হালদার,সহকারী অধ্যাপক আব্দুল মোতালিব, অধ্যক্ষ ওমর ফারুক, সহকারী সিফট ইনচার্জ দিবা মোসাঃ ইয়াসমিন নাহার,সহকারী সিফট ইনচার্জ প্রভাতী শেখ মোঃ জহির উদ্দিন,সিনিয়র প্রভাষক ইলিয়াস উদ্দিন আকন্দ, জি এম ফারুক, শেখ জহির উদ্দিন, মিজানুর রহমান,সিনিয়র শিক্ষক তপন কুমার পন্ডিত, মজিবুর রহমান, প্রভাষক জান্নাতুল আকরাম, প্রভাষক ওমর ফারুক শাহ নওয়াজ অপু, প্রভাষক জহিরুল ইসলাম, গাজীপুর মহানগর ছাএলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন, ও কেককেটে মিষ্ঠি বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য ১৯২০ সালের ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার শেখ পরিবারে। শিশুকালে ‘খোকা’ নামে পরিচিত শিশুটি পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা।
তার নির্দেশনায় নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বীর বাঙালি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিনিয়ে আনে বিজয়। জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।