দেশজুড়ে

কুমিল্লা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিশু দিবস পালিত

ডেস্ক রিপোর্ট

১৮ মার্চ ২০২৩ , ১২:২২:৩৩ প্রিন্ট সংস্করণ

মোঃ মাহফুজ আনোয়ার, কুমিল্লা।
আজ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচন সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার)। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ মতিউল ইসলাম সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পোকখালী ইউপিকে হারিয়ে ঈদগাঁও ইউপির বিজয়

ঈদগাঁওতে নৌকার সমর্থনে যুবলীগের উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত এম আবু হেনা সাগর,ঈদগাঁও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর-রামু ও ঈদগাঁও (৩) আসনের নৌকা মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইমুম সরোয়ার কমলকে বিজয়ী করার লক্ষ্যে ঈদগাঁওতে যুবলীগের উদ্যোগে পথ সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৮শে ডিসেম্বর বিকেল হয়ে সন্ধ্যা পর্যন্ত ঈদগাঁও বাজার ও স্টেশন এলাকায় লিফলেট বিতরণসহ পথসভার আয়োজন করলো প্রস্তাবিত ঈদগাঁও উপজেলা যুবলীগ। কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক রিকোর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, আইন বিষয়ক উপ-কমিটির সদস্য নাসরিন সিদ্দিকা লিনা,কেন্দ্রীয় যুবলীগের সদস্য গিয়াস উদ্দিন আজম,সাবেক ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ জয়,সাবেক জেলা যুবলীগের নেতা জাহিদ ইফতেখার, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন সাম ও নাছির উদ্দীন। এতে উপস্থিত ছিলেন,যুবনেতা ওসমান আলী মোরশেদ,আবছার কামাল,অহিদুর রহমান ইত্তেহাদ,হাসান তারেক,শাহেদ কামাল,দিদারুল ইসলাম ও নুরুল হুদাসহ তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। নেতৃবৃন্দরা বক্তব্যে, আগামী ৭ জানুয়ারী জাতীয় নির্বাচনে তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে নৌকাকে বিজয় করার আহবান জানানো হয়।

বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান

পার্বত্য বান্দরবান’র পাহাড় ধসে থানচি সড়ক যোগাযোগ বিপদজনক, এক নিখোঁজ শিক্ষার্থী

বগুড়ায় রথযাত্রায় নিহতের ঘটনায় শাবনূরের শোক

সোহরাওয়ার্দী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন।