দেশজুড়ে

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ডেস্ক রিপোর্ট

১৭ মার্চ ২০২৩ , ১০:৫৩:৩৪ প্রিন্ট সংস্করণ

 

পিরোজপুর প্রতিনিধি:-

পিরোজপুরে সদরের শংকরপাশা নামক স্থানে বাসের সঙ্গে সংঘর্ষে একটি নসিমনের ৪ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ৬ জন ।

ঢাকা-মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের শংকরপাশায় আজ (১৭ মার্চ ) শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চন্দ্রার আল-আমিন মল্লিকের ছেলে শাহিন মল্লিক (১৮), একই উপজেলার চোমরার আবুল হোসেন মিনার ছেলে ইয়াসিন মিনা (২২), বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ডের মোঃ বাদশা (১৭) এবং শাহিন মোল্লা (২০)।

সিরাজুল ইসলাম শিমলু নামের একজনকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজুল ইসলাম শিমলু জানান, বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে একটি বিয়েবাড়িতে ‘ক্যাটারিং সার্ভিসের’ কাজ করার জন্য তারা ১৮ জন নসিমনে করে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিলেন।

তিনি জানান, তাদের নসিমন শংকরপাশা এলাকায় এলে ডান পাশের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি বাসের মুখে পড়ে।

এতে করে ঘটনাস্থলে ২ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান , সদর হাসপাতাল থেকে খুলনা নেওয়ার পথে আরো ১ জন মারা যায়।

গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসতাপালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

পিরোজপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে আনার পর একজন মারা যান। গুরুতর আহত দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খুলনা মেডিকেল কলেজ হাসতাপালে নেওয়ার পরে মোঃ শাহিন মোল্লা নামের একজন মারা যান , পুলিশ সূত্র জানিয়েছেন।

পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনায় শিকার টমটম ও বাস আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

তাহিরপুরে সাকিব হত্যাকারী মোশারফ বাহিনীর দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

“গংগাচড়ায় সাংবাদিক সমাজের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

আশা করি আপনারা সবাই ভাল আছেন।

আমি„ মুরশিদ বা আলেম হিসাবে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ)’র মত কে গ্রহন করি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

জেনারেটরের শর্ট সার্কিটে পুড়ল ৮ দোকান সাইফুল ইসলাম নোয়াখালী থেকে নোয়াখালীর চাটখিলে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮টি দোকান। শনিবার (৮ জুন) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার সাহাপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। তবে ফায়ার সার্ভিস বলছে ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর বাজারের জলিলের জুতা দোকান ও জোটন বাবুর জুয়েলার্স দোকানের পিছন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা সেখানে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তিনটি মদি, ১টি জুলেয়ার্স, ১টি জুতা দোকানসহ অন্তত আটটি দোকান পুড়ে গেছে। চাটখিল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবুল কালাম জানান, ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ৮টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়। অগ্নিকান্ডের সময় বাজারে বিদ্যুৎ ছিলনা। তখন বৈদ্যুতিক জেনারেটর চালু ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

জয়পুরহাট সরকারি কলেজে, কলেজ আই,ডি কার্ড অথবা ভর্তি ফরম ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা