ক্যাম্পাস

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকে ইবিতে দেয়ালিকা উন্মোচন

ডেস্ক রিপোর্ট

১৭ মার্চ ২০২৩ , ৭:৫০:১৮ প্রিন্ট সংস্করণ

 

নাজিম হোসেন, ইবি প্রতিনিধি:

বাঙালির হাজার বছরের শৃংখল মুক্তির সংগ্রামের সমস্ত সাহসের একত্রিত উচ্চারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ( ইবি) ‘দেয়ালচিত্রে বঙ্গবন্ধু’ উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আবাসিক শেখ রাসেল হলে ক্যাম্পাসের শিল্প ও সংস্কৃতিতে পরিবর্তন আনার সংগঠন ‘অনুকল্প’ এর উদ্যোগে দেয়ালচিত্র উন্মোচন করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।

এছাড়া ও উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি নাইমুর রহমান জয়, কর্মী ফারহান লাবিদ ধ্রুব, সিফাত হোসেন, সাইমুন খাঁন, আশিক কোরাইশীসহ বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content