দেশজুড়ে

রায়গঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্নদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

ডেস্ক রিপোর্ট

১৭ মার্চ ২০২৩ , ৭:১২:৪৭ প্রিন্ট সংস্করণ

 

মোঃ তারেক রহমান রায়গঞ্জ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জম্নবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় নানা কর্মনসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনের মূল কর্মসূচি শুরু হয়। পরে একটি র‌্যালী উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে উপজেলা পরিষেদ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্নদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইসিটি অফিসার মহায়মেনুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানজিল পারভেজ, রায়গঞ্জ পৌর সভার মেয়র আব্দুল্লাহ আল পাঠান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রেজাউল করিম তালুকদার, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিমুল ইহসান তৌহিদ সহ উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি, চিত্রাংকনে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content