১৭ মার্চ ২০২৩ , ৬:২৫:২৩ প্রিন্ট সংস্করণ
কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজার মহেশখালীতে মা বাবার দোয়া(চকরিয়া সার্ভিস লি.) নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক (টমটম) আরোহী এক নারী নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৭ ই মার্চ) সকাল ১১ টায় মহেশখালীর প্রধান সড়ক বড়ো মহেশখালী ইউনিয়নস্থ রাস্তার মাথা বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। মহিলার সাথে থাকা এক শিশুপুত্রও ঘোরতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দূর্ঘটনায় নিহত হওয়া নারী রোজিনা আকতার (৩০) মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার
ছৈয়দ মিয়ার স্ত্রী। নিহত রোজিনা আকতার ৩ সন্তানের জননী।
খবর নিয়ে জানা যায় , বাসটি মহেশখালী পৌরসভা থেকে
কালারমারছড়া হয়ে চকরিয়ার উদ্দেশ্যে ছেড়ে
যাচ্ছিল। রাস্তা মাথা বাজারে এসে ইজিবাইকটির সঙ্গে
বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই
নারী নিহত হন।
নিহত নারীর স্বামীর বাড়ি পানিরছড়া হোয়ানক এবং বাবার বাড়ি বড়ো মহেশখালী মুহাম্মদ বকসু বর ডেইল। বাবার বাড়ির একটি বিয়ের দাওয়াতে যাওয়ার পথে এমন ভয়াবহ দূর্ঘটনার স্বীকার হয়ে নিহত হয় রোজিনা আকতার।
ভয়াবহ দূর্ঘটনায় এক নারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) প্রণব চৌধুরী।