১৭ মার্চ ২০২৩ , ৩:২৩:৫৪ প্রিন্ট সংস্করণ
মোঃ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর, মানিকগঞ্জ।
মানিকগঞ্জের দৌলতপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল ৮.০০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা কমান্ড, দৌলতপুর থানা,উপজেলা আওয়ামী লীগ,দৌলতপুর উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন।
এ উপলক্ষে শুক্রবার উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী। উপজেলা সম্প্রসারিত হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.এম নাঈমুর রহমান দুর্জয়। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম রাজা,থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকারিয়া হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন-ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম,কৃষি অফিসার মোঃ রেজাউল হক,শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর ফিরোজ, মৎস্য অফিসার মোঃ ফরিদ হোসেন, আইসিটি অফিসার রনজিৎ মন্ডল, সমবায় অফিসার মোঃ মাকসুদ হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইমদাদুল হক,চকমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মহিদুর রহমান মুক্তা,পিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাবে সভাপতি মোঃ শাহ আলম,সাধারণ সম্পাদক মোঃ সালমান খান,সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা,সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া পলাশ,উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ইন্জিনিয়ার নাসির উদ্দীন,সাধারণ সম্পাদক এস এম আতোয়ার রহমান,মতিলাল ডিগ্রি কলেজ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান শাওন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ