ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রং তুলিতে ইবি, চলছে একুশের শেষ মুহূর্তের প্রস্তুতি

Developer Zone
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

 

নাজিম হোসেন, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতিতে শোকের রক্তঝরা দিন ও ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার অংশ হিসেবে শনিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু করে সোমবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এ রং তুলি ও আল্পনার কাজ চলছে বলে জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ে প্রবেশ মুখে মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে দিয়ে রাস্তায় ক্যানভাস বানিয়ে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে নানা আল্পনা। অমর একুশকে ঘিরে চারুকলা বিভাগের শিক্ষার্থীদের পরিশ্রমে এভাবে রাঙিয়ে তুলছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রবেশ প্রাঙ্গণ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আল্পনা গুলো অধিকাংশই মিশে গিয়েছে। সৌন্দর্য বাড়াতে নতুন রঙ করছে শিক্ষার্থীরা। প্রবেশ প্রাঙ্গণ আল্পনার রঙে অন্যরকম সাজানো হচ্ছে। এসব যে রক্ত ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা তা বলার ধরে নেওয়া যায়।

সেখানে রং তুলি নিয়ে সজ্জায় ব্যস্ত নাঈম হাসান বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস শহীদদের রক্ত রাঙা ইতিহাস। এই দিন সামনে রেখে আমরা আমাদের ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমরা এ কাজগুলো করে যাচ্ছি। এ কাজে যুক্ত হতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে।

চারুকলা বিভাগের আরেক শিক্ষার্থী গ্লোরিয়া গ্রোরি বলেন, আমাদের বিভাগের উদ্যোগে এ আল্পনার কাজ করছি। আমাদের বিভাগের মোট তিনটি ব্যাচ এ কাজে অংশগ্রহণ করেছে। আমাদের শহীদ মিনারে আল্পনা আঁকা শেষ। আমরা চেষ্টা করেছি সবকিছু নতুন করে ক্যাম্পাসকে উপহার দিব। সবাই যখন শহীদদের শ্রদ্ধা জানাতে আসবে তখন মিনারকে নতুন রূপে দেখতে পারবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।