১৬ মার্চ ২০২৩ , ৪:১৬:৫৪ প্রিন্ট সংস্করণ
মোঃ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর, মানিকগঞ্জ।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সদর চকমিরপুর ইউনিয়নে অবস্থিত উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ই মার্চ রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইমদাদুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন-ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম,সাবেক প্রভাষক আব্দুল কাইয়ুম সহ অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্ষিক মিলাদ মাহফিল পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের জামে মসজিদের ইমাম মোঃ আবুল হোসেন।