১৫ এপ্রিল ২০২৫ , ১১:২৮:৫৮ প্রিন্ট সংস্করণ
নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ আঃ হান্নান আল আজাদ
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে নান্দাইল উপজেলার প্রশাসন–এর আয়োজনে পহেলা বৈশাখ সকাল ৯টায় নান্দাইল উপজেলার চত্বর থেকে এক বর্ণাট্য ও আনন্দঘন পরিবেশে বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় ঘুরে– নতুনবাজার মোড়, শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজ হয়ে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মোড় ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চত্বর অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনারে হয়ে সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকবৃন্দ। তারা পহেলা বৈশাখের চিরায়ত পোশাক ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত ছিলেন।
শোভাযাত্রা শেষে উপজেলা হল রুমে আয়োজিত হয় এক মনোমুগ্ধকর বিচিত্রানুষ্ঠান। সেখানে পরিবেশিত হয় নৃত্য, গান, আবৃত্তি ও লোকজ সাংস্কৃতিক পরিবেশনা। বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন মুগ্ধকর এই বিচিত্রানুষ্ঠান।
নতুন বছরের এই আয়োজনে ছিল নান্দাইল এর সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির অনন্য বহিঃপ্রকাশ।