দেশজুড়ে

প্রশাসনের উদ্যোগে নান্দাইলে বাংলা নববর্ষ ১৪৩২ পালন

 

নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ আঃ হান্নান আল আজাদ

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে নান্দাইল উপজেলার প্রশাসন–এর আয়োজনে পহেলা বৈশাখ সকাল ৯টায় নান্দাইল উপজেলার চত্বর থেকে এক বর্ণাট্য ও আনন্দঘন পরিবেশে বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় ঘুরে– নতুনবাজার মোড়, শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজ হয়ে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মোড় ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চত্বর অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনারে হয়ে সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকবৃন্দ। তারা পহেলা বৈশাখের চিরায়ত পোশাক ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত ছিলেন।

শোভাযাত্রা শেষে উপজেলা হল রুমে আয়োজিত হয় এক মনোমুগ্ধকর বিচিত্রানুষ্ঠান। সেখানে পরিবেশিত হয় নৃত্য, গান, আবৃত্তি ও লোকজ সাংস্কৃতিক পরিবেশনা। বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন মুগ্ধকর এই বিচিত্রানুষ্ঠান।

নতুন বছরের এই আয়োজনে ছিল নান্দাইল এর সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির অনন্য বহিঃপ্রকাশ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content