১৪ এপ্রিল ২০২৫ , ১১:২০:৩৭ প্রিন্ট সংস্করণ
মোঃ নাজিম মিয়া
স্টাফ রিপোর্টার কমলগঞ্জ মৌলভীবাজার
কমলগঞ্জ (মৌলভীবাজার), ১৪ এপ্রিল:
ফিলিস্তিনে ইসরায়েলের পরিচালিত গণহত্যার বিরুদ্ধে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল বিক্ষোভ সমাবেশ। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে ভানুগাছ বাজারে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় পাঁচ হাজার মানুষ অংশগ্রহণ করেন। “সেইভ গাজা, সেইভ ফিলিস্তিন” স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
বিক্ষোভের আয়োজন করে বিভিন্ন ইসলামিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘মুসলিম ইউনিটি’। অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা, প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন নিয়ে সড়কে অবস্থান নেন।
বক্তাদের বক্তব্য:
বক্তারা বলেন, “ইসরায়েল একে একে গাজায় সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। বিশ্ববিদ্যালয় ধ্বংস করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। মা-বোন ও শিশুদের নির্বিচারে হত্যা করে তারা ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের চেষ্টা করছে।”
তারা আরও বলেন, “শত শত নিরীহ মানুষকে হত্যা করে গাজাকে পর্যটন কেন্দ্রে পরিণত করতে চায় ইসরায়েল—এটি মুসলিম বিশ্ব কখনোই মেনে নেবে না।” বক্তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে এই গণহত্যা বন্ধ করা হয়।
মূল দাবি ও আহ্বান:
বক্তারা ইসরায়েলি পণ্য বর্জন এবং ইসরায়েলের সঙ্গে সকল ধরনের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। তারা বলেন, “ইসরায়েলের এই বর্বরতা কেবল ফিলিস্তিন নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ।”
উল্লেখযোগ্য বক্তারা:
এডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম
কমলগঞ্জ উপজেলা জামায়েত ইসলামি সেক্রেটারি
খেলাফত মজলিশের মাওলানা নুরুল মুত্তাকিন জুনায়েদ
বিএনপি নেতা আবুল হোসেন
আনজুমানে আল ইসলাহ’র আবু বক্কর সিদ্দিক জিয়াব
ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা জিল্লুর রহমান
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মাওলানা কারী জুবায়ের আহমদ
গণ অধিকার পরিষদের ওয়াকিল মুন্না আজমত
নিরাপদ সড়ক উপজেলা সভাপতি আবদুস সালাম
জাতীয় ইমাম সমিতির মাওলানা সামছুল ইসলাম লিয়াকত
তামভীর রায়হান ওয়াসিম
কমলগঞ্জ উপজেলা সভাপতি ছাত্র শিবির
ইসলামী ছাত্র মজলিশ, তালামিযে ইসলামীয়া ও ছাত্রদলের নেতৃবৃন্দ
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মুসলিম ইউনিটির মোঃ মুহন মিয়া ও তারেকুল ইসলাম পাটওয়ারী।
কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ হিজফুর রহমান ফাহাদ এবং দোয়া পরিচালনা করেন মাওলানা কারী আবুল বাশার।
পূর্বপ্রসঙ্গ:
এর আগেও কমলগঞ্জে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারই ছাত্র-যুবকদের পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে।