২০ ফেব্রুয়ারি ২০২৩ , ১:৩৬:২৪ প্রিন্ট সংস্করণ
খুলনা প্রতিনিধি-শাহাদাত হোসেন নোবেনঃ
গতকাল দিঘলিয়ার খুলনায় জাহিদ নগর উন্মুক্ত পাঠাগার আয়োজিত বই মেলা শুভ উদ্ধোধন করা হয়।অনুষ্ঠানে সভাপতি ছিলেন জাহিদ নগর উন্মুক্ত পাঠাগার প্রতিষ্ঠাটা শেখ জাহিদ। মুক্তিযুদ্ধা,সামাজিক সংগঠনের শেখ তারেক সহ বিশিষ্টজনেরা।
একুশের বইমেলা পাঠক, লেখক ও প্রকাশকের মিলনমেলা।শিশু ও বয়স্কদের নতুন বই পাঠের আনন্দ অন্য রকম হয়ে দাঁড়ায়। মানসম্মত বই মানুষকে উচ্চ নৈতিকতা ও উন্নত মূল্যবোধের চর্চায় উদ্বুদ্ধ করে। মানুষ যদি উচ্চ নৈতিকতা ও উন্নত মূল্যবোধের চর্চা না করে, তাহলে দেশের চলমান উন্নয়ন অর্থবহ হবে না, যা বলাই বাহুল্য। অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে হাজার হাজার বই প্রকাশিত হচ্ছে।