১৫ মার্চ ২০২৩ , ১০:১৬:৫৬ প্রিন্ট সংস্করণ
গত মঙ্গলবার ১৪/০৩/২০২৩
সকাল ১০টা ৩০ মিনিটের সময় কক্সবাজার কোর্টের পুরান বারের সামনে থেকে ৬-৭ বছরের একটা মেয়ে হারিয়ে গেছে।
মেয়েটির বর্ণনা:
রং: মাঝারি
ড্রেস: টিয়া কালারের ফ্রগ, লাল প্যান্ট
চুল: শর্ট কাটিং, আধা ইন্সির মতো
স্বাস্থ্য: চিকন করে
মেয়েটির পরিচয়:
নাম: হালিমা আকতার
পিতা: রফিকুল ইসলাম
মাতা: হাজেরা বেগম।
বাড়ি: মহেশখালী, হোয়ানক, ধলঘাট পাড়া।
কোনো বিবেকবান ব্যক্তি সন্ধান পেয়ে থাকলে যোগাযোগ করুন
01575-004096 এই নাম্বারে।